CW Intra Bid Showdown Season-1 Rules

CW INTRA BID SHOWDOWN SEASON-1

General Rules

  • ম্যাচের দিনে ২০-৩০ মিনিট পুর্বে ম্যানেজার অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে Website থেকে স্কোয়াড সাবমিট দিবেন।
  • ডেডলাইনের মধ্যে অবশ্যই সব ম্যাচ শেষ করতে হবে। প্রয়োজনে অপনেন্টের সাথে আগের দিনেই কথা বলে Time ফিক্স করে নিবেন।
  • ম্যাচ শেষে রেজাল্ট এর SS Edit করে গ্রুপে দিতে হবে এবং Website এ লগিন করে Score Submit করতে হবে।
  • ম্যাচে ল্যাগ দিলে বা নেটওয়ার্ক সমস্যা থাকলে স্ক্রিন রেকর্ড করতে হবে।
  • ৯০ মিনিটের আগে কোনো প্লেয়ার ইচ্ছাকৃতভাবে ম্যাচ থেকে বের হতে পারবে না।
  • কোনো কারণে ম্যাচ কেটে গেলে বাকি মিনিটের সাথে ৩ মিনিট যোগ করে নতুন ম্যাচ খেলবেন।
  • VPN ব্যবহার করুন। iPhone ব্যবহারকারীদের VPN চালু করে রুম কোড দিতে হবে। VPN সাজেশন: SUPER VPN (SINGAPORE SERVER)
  • ল্যাগের কারণে গোল হয়নি এমন কোনো বিষয় কনসিডার করা হবে না।
  • সম্পুর্ন ম্যাচে ফরমেশন চেঞ্জ করা যাবে, প্রতিপক্ষকে সম্মান দিতে হবে।
  • কোনো প্রকার চিটিং করা যাবে না।

Match Rules

Time : 8 Minutes

Injury : ON

Extra Time : OFF

Penalty : OFF

SUB : 5/3

Condition : Normal (Home & Away)